আনোয়ার হোসেইন মঞ্জু
বাংলাদেশে তার শেষ কর্মস্থল ছিল বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। ১৯৮৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত জনপ্রিয় মাসিক ম্যাগাজিন ‘নতুন ঢাকা জাইজেস্ট’-এর সম্পাদক ছিলেন তিনি। সাহিত্যের প্রতি অনুরাগের কারণে অনুবাদের কাজে হাত দেন এবং প্রায় তিন দশকে ৪৫টি পাঠকপ্রিয় গ্রন্থ অনুবাদ করেছেন, যার মধ্যে নোবেল বিজয়ী সাহিত্যিক নাগিব মাহফুজ-এর কায়রো ট্রিলজি, উইজডম অফ খুফু, থেবস অ্যাট ওয়ার, আইভো অ্যানড্রিচ-এর দ্য ব্রিজ অন্য দ্য দিনা, ভিএস নাইপল-এর হাফ অ্যা লাইফ, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ-এর মেমোরিজ অফ মাই মেলানকোলি হোরস, ওরহান পামুক-এর ইস্তাম্বুল মেমোরিজ অ্যান্ড দ্য সিটি উল্লেখযোগ্য। এছাড়া তিনি খুশবন্ত সিং-এর ট্রেন টু পাকিস্তান, দিল্লি, দ্য কম্প্যানি অফ ওম্যান, টুথ লাভ অ্যান্ড এ লিটল ম্যালিস, বারিয়্যাল অ্যাট সী, দ্য সানসেট ক্লাব, আই শ্যাল নট হিয়ার দ্য নাইটিঙ্গেল এবং অন্যান্য গ্রন্থ অনুবাদ করেছেন।
No products were found matching your selection.