ড. মোস্তফা সারওয়ার

কবি ও বিজ্ঞানী। জন্ম পটুয়াখালীতে – ১৯৫০ সালে। মেধাবী ছাত্র – যশোর বোর্ডে প্রথম স্থান উচ্চ মাধ্যমিকে ১৯৬৭ সালে। যুক্তরাষ্ট্রে পদার্থ বিজ্ঞানে এম.এস. এবং ভূপদার্থ বিজ্ঞানে পিএইচ.ডি.। ছাত্রজীবনে পাঠ্যক্রমের বাইরে কবিতা, প্রবন্ধ, অন্যান্য লেখা। বিতর্ক ও আবৃত্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন। টেলিভিশন কুইজে পূর্ব পাকিস্তানের রানার-আপ ১৯৬৮ সালে। ঢাকা টেলিভিশনে বিজ্ঞান শিক্ষার আসরের উপস্থাপনা এবং নৃত্যনাট্য রচনা। ছাত্রজীবনে এবং চাকুরি জীবনে বেতারে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন। ঢাকা, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুজাফফরাবাদ ও ভয়েস অব আমেরিকা রেডিও স্টেশন এবং টেলিভিশনে আলোচনা ও সাক্ষাৎকার। পেশায় অধ্যাপনা – বিজ্ঞানের অধ্যাপনা করছেন যুক্তরাষ্ট্রের নিঅরলেন্স বিশ্ববিদ্যালয়ে।

উক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শ্রেষ্ঠ অধ্যাপক হিসেবে পুরস্কৃত ২০০৮ সালে। অতীতে অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ায় এবং ইউনিভার্সিটি অফ ইনকে তিন মহাদেশ জুড়ে – এশিয়া, আমেরিকা এবং ইউরোপে। তাঁর রচিত ও সম্পাদিত বই Theory and Practice of Geophysical Inversion, প্রকাশিত জার্মানিতে। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুস্তকটি রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়। সম্পাদনা করেছেন ভূপদার্থ বিজ্ঞানের জার্নাল, Geophysics। সম্পাদনার জন্যে সম্মানজনক পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের Society of Exploration Geophysicists এর আন্তর্জাতিক কমিটির সভাপতি ১৯৯২ – ৯৪ সালে। নব্বই দশকের প্রথমদিকে তার সমন্বয়তায় গড়ে উঠেছিল ল্যাটিন আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন গােটা দক্ষিণ আমেরিকায়। বিজ্ঞানী হিসেবে গবেষণা – নাসার স্টেনিস স্পেস সেন্টারে, যুক্তরাষ্ট্রের নেভাল রিসার্চ ল্যাবে এবং শেল অয়েল কোম্পানির রিসার্চ ল্যাবে । অর্ধ শতাধিক বৈজ্ঞানিক গবেষণামূলক প্রবন্ধ ছাপিয়েছেন এবং প্রায় একশটি প্রবন্ধ পাঠ করেছেন আমেরিকা, ইউরােপ ও এশিয়ার বিভিন্ন দেশে Wave Scattering Deconvolution এবং Fourier Inversion নামে ভূপদার্থ বিজ্ঞানের নতুন পদ্ধতির অন্যতম আবিস্কারক ।। বিজ্ঞান গবেষণার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা – বিশেষ করে কবিতা লেখা তাঁর বিশেষ সখ। কবিতা লেখার নেশা তাকে পেয়ে বসেছিল বালক বয়সে। প্রথম কবিতা, সাঁওতালী মাদল’, ছাপা হয় পটুয়াখালী থেকে প্রকাশিত মাসিক ‘আন্ধার মানিকে’ বয়স তখন বারো।

No products were found matching your selection.