তমিজ উদ্দীন লোদী

তমিজ উদ্দীন লোদী- জন্ম ১ জানুয়ারি ১৯৫৯। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে। পেশায় তিনি একজন প্রকৌশলী। দীর্ঘদিন বাংলাদেশ রেলওয়েতে কাজ করার পর তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন। তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম-কবিতা : কখনো নিঃসঙ্গ নই (১৯৮৫), এক কণা সাহসী আগুন (১৯৯২), নানা রঙের প্যারাশূট (১৯৯৭), চাঁদভস্ম (২০০৪), আমাদের কোনো পাতেরো ছিল না (২০১২)। গল্প: হ্লেষাধ্বনির বাঁকবদল (২০০৩), নিরুদ্দিষ্টের জলাবর্ত (২০০৫), হাডসন স্ট্রিটের সুন্দরী এবং (২০০১)। অনুবাদ : শতাব্দীর সেরা আমেরিকার নির্বাচিত গল্প (২০০৩)

Sort By