পিওনা আফরোজ

পিওনা আফরোজ জন্ম ১৩ ফেব্রুয়ারি। বেড়ে উঠেছেন নোয়াখালী ও ঢাকায়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। লেখালেখি শুরু কলেজ জীবনে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে। তিনি আবৃত্তিশিল্পী হিসেবে স্বনামখ্যাত। বলা যায় আবৃত্তি ও কবিতাপ্রেমের সূত্র ধরেই লেখালেখির জগতে তাঁর পদার্পণ। আর এক্ষেত্রে তিনি ইতিমধ্যেই তাঁর সম্ভাবনার স্বাক্ষর রেখেছেন। বিভিন্ন দৈনিক ও সাময়িকী এবং অনলাইন সাহিত্য পত্রিকায় প্রকাশিত তাঁর কবিতা, গল্প ও শিশুতোষ রচনা পাঠকের প্রশংসা অর্জন করেছে। ব্যক্তিগত জীবনে পিওনা আফরোজ বিবাহিতা এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। বর্তমানের তিনি যুক্তরাষ্ট্র তে বসবাস করছেন।

No products were found matching your selection.