ফাতেমা নাজনীন প্রিসিলা

ফাতেমা নাজনীন প্রিসিলা নিউইয়র্কে নাচ, গান, অভিনয় ও মডেলিং-এ প্রশিক্ষণ নিয়ে বর্তমানে সবকিছু বাদ দিয়ে নিজেকে ব্যস্ত রাখছেন সমাজ সেবায়। ফেইসবুক ও ইউটিউবে নিয়মিত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে শিক্ষামূলক লাইভ প্রোগ্রাম করেন প্রতি রবিবার বাংলাদেশ সময় রাত আটটার পর। প্রিসিলার লাইভ প্রোগ্রামে এ পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের শিক্ষিত এবং স্ব স্ব ক্ষেত্রে সফল ব্যক্তিগণ অংশগ্রহণ করেছেন।বাংলাদেশে প্রিসিলা নিজ অর্থে নিয়মিত সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। খাবার, চিকিৎসা, শীতের কাপড়, টিউবঅয়েল, সেলাই মেশিন, হুইল চেয়ার, আর্থিক সাহায্য, শিক্ষা সামগ্রী, শিশুদের খেলনা ইত্যাদি প্রিসিলার নিজস্ব টিমের মাধ্যমে নিয়মিত দেশের বিভিন্ন জেলায় বিতরণ করছেন প্রিসিলা। ফেইসবুক ও ইউটিউব মিলে প্রিসিলার ফলোয়ার প্রায় পঞ্চাশ লক্ষের বেশি যাদের বড় একটা অংশ কলেজ এবং ভার্সিটির ছাত্র। প্রিসিলার বিভিন্ন লাইভ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে তরুণদের উৎসাহ দেয়া, অনিয়মের বিরুদ্ধে, দেশ এবং বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। চলতি বছরের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রিসিলা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এ পর্যন্ত পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। প্রিসিলার পছন্দ ব্রডকাস্টিং জার্নালিজম নিয়ে পড়াশুনা করা এবং পরে সম্ভব হলে আইন বিষয়ে পড়তে চান। একজন ভাল উপস্থাপক হয়ে সমাজের অনিয়মগুলো উপস্থাপনের পাশাপাশি নিজেকে সামাজিক কাজে ব্যাস্ত রাখতে চান। যতদিন বেচে থাকবেন, থাকতে চান অসহায় মানুষের পাশে। আমেরিকায় রাজনীতিতে যুক্ত হওয়ার আমন্ত্রণ পেলেও এখনও সিদ্ধান্ত নেননি। তবে বাংলাদেশে কোন রাজনীতিতে জড়াতে চান না কোনদিন। কাজ করতে চান সবার সাথে।

No products were found matching your selection.