ফেরদৌস সাজেদীন

পেশায় ফার্মাসিউটিক্যাল কনসালট্যান্ট ফেরদৌস সাজেদীন কলেজছাত্র থাকা কালে গত শতাব্দীর অন্তষাট থেকে, মধ্যসত্তর পর্যন্ত তিনি সম্পাদনা করেছেন সমাদৃত লিটল ম্যাগাজিন ‘সুন্দরম’, চর্চা করছেন বাংলাভাষায় কথাসাহিত্য। ১৯৭২-৭৫ পর্বের বাংলাদেশবাস কালে যুক্ত ছিলেন বেতার অনুষ্ঠানের স্ক্রিপ্ট রচনায়; উপস্থাপনা করতেন ঢাকা বেতারের ‘নবীন কণ্ঠ’ অনুষ্ঠান। ফার্মেসিবিদ্যায় ঢাকায় বিশ্ববিদ্যালয় পর্বের শিক্ষাশেষে ১৯৭৫ থেকে তিনি যুক্তরাষ্ট্রবাসী। শুরু থেকেই এখানকার ক্ষুদ্র স্বজনগোষ্ঠীর সংস্কৃতি চর্চায় নিমজ্জিত রয়েছেন। ১৯৭৫ সালে নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠালগ্ন থেকেই সক্রিয় ছিলেন। ২০১৭ সালে তিনি  নিউ ইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি। ১৯৮৪ সালে তাঁর রচনা ও নির্দেশনায় মহান বাঙালি কবি নজরুলের জীবনভিত্তিক অনুষ্ঠান প্রচারিত হয় উত্তর আমেরিকার টেলিভিশন চ্যানেলে। ছোটগল্প-উপন্যাস ও ব্যক্তিগত রচনা মিলিয়ে এরই মধ্যে চৌদ্দটি বই বেরিয়েছে তাঁর। ‘তবু অনন্ত জাগে’ (১৯৯৪), ‘রি’ (১৯৯৯), ‘স্বপ্নকক্ষ’ (২০০১), ‘পুরুষ’ (২০০৫) তাঁর উল্লেখযোগ্য উপন্যাস; ‘খরা’ (২০০৯), ‘জলপাই হাওয়া’ (২০১৯) তাঁর ছোটগল্প-সংকলন; এবং ‘রকিং চেয়ার’ (২০১৫) তাঁর ব্যক্তিগত রচনাসহিত্য-সংকলন। তাঁর রচনাবলির মূল উপজীব্য বাংলাদেশের পূর্ব ও উত্তর প্রজন্মের আন্তর সম্পর্ক এবং আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের জীবনধারার সংকট ও সংশ্লেষ।

No products were found matching your selection.