মিজান রহমান

মিজানুর রহমান, মিজান রহমান নামেই বেশি পরিচিত। জন্ম যশোরে, তবে বাপ-দাদার ভিটাবাড়ি কুমিল্লার চাঁদপুরে। বড় হয়েছেন ঢাকায়। বাবা ছিলেন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মি অফিসার। আট ভাইবোনের সংসারে তিনি ষষ্ঠ। ঢাকা কলেজ (১৯৭৯-১৯৮১) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (১৯৮২-১৯৮৮) ফাইন্যান্স-এ অধ্যয়ন শেষে কেয়ার-ইন্টারন্যাশনাল, বাংলাদেশ’র বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিসে প্রজেক্ট সাপোর্ট ম্যানেজার (ফাইনান্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন) হিসাবে কর্মরত অবস্থায় ১৯৯৩ সালে উচ্চ-শিক্ষার্থে আমেরিকায় যান। পেনসিলভানিয়া’র ব্লুমসবার্গ ইউনিভার্সিটি থেকে এমবিএ করার পর ১৯৯৫ সাল থেকে নিউ ইয়র্কে বসবাস। ফাইনান্সিয়াল এডভাইজর বা আর্থিক উপদেষ্টা হিসেবে দীর্ঘ ২৮ বছর ধরে কর্মরত আছেন। পেশায় আর্থিক উপদেষ্টা হলেও নেশায় স্বেচ্ছাসেবক, কমিউনিটি এক্টিভিস্ট, লেখক এবং ভ্রমণবিলাসী। পেশাগত অনেক নিবন্ধ লিখেছেন আমেরিকার বিভিন্ন প্রফেশনাল জার্নালে। বর্তমানে তিনি নিউইয়র্কের লং আইল্যান্ডে রোটারি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে আরো এক ডজনেরও বেশি বিভিন্ন সমাজসেবী সংগঠন ও কমিউনিটি সার্ভিস অর্গানাইজেশনের সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত। স্বেচ্ছসেবী কাজের স্বীকৃতি স্বরূপ ২০০৯ সালের ২০শে জানুয়ারি অনুষ্ঠিত প্রেসিডেন্ট বরাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকে তিনি আমন্ত্রিত হন।

No products were found matching your selection.