শামীম আজাদ

শামীম আজাদ তিন দশক  বিলেতে আছেন এবং বাংলাদেশী কবি ও গল্প-কথক হিসেবে মূলধারায় স্থান করে নিয়েছেন। ১৯৯০ সালে শিক্ষকতার জন্য তিনি বিলেতে যান কিন্তু সেখানে থেকেই তিনি এই তিন দশক বাংলাদেশে লিখে গেছেন নিরন্তর। যার কারনে তিনি কখনোই পাঠক সংলগ্নতা হারাননি। সত্তর ও আশি দশকের পুরোটা জুড়ে বাংলাদেশেই সাপ্তাহিক ’বিচিত্রায়’ সাংবাদিকতা, ঢাকা কলেজে শিক্ষকতা, রেডিও ও টেলিভিশনে উপস্হাপনা এবং সেই সঙ্গে কবি ও লেখক হিসেবে নিরন্তর সাহিত্য সাধনা নিয়েই কেটেছে এক কর্ম মুখর  ও বর্নাঢ্য সময়। ২০১১ সালে বিশ্বখ্যাত এডিনব রাফ্রিঞ্জ ফেস্টিভ্যালে ও ২০১২ ইংল্যান্ডের সাংস্কৃতিক অলিম্পিয়াডে পরিবেশন করেছেন কবিতা ও গল্প। ১৯৯৭ সালে আমেরিকার বিখ্যাত সাময়িকী ‘দি নিউইয়র্ক’ এর বিশেষ সংখ্যায় তাঁর কবিতার অনুবাদ ছাপা হয়। ইংরেজী ও বাংলা ভাষায় কবিতা, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, নাটক, অনুবাদ, শিশুগ্রন্থ মিলে তাঁর বইয়ের সংখ্যা সাঁইত্রিশোর্ধ। বাংলাদেশ থেকে ১৯৯৫ দেশী ফ্যাশন ও লাইফ স্টাইলে সাংবাদিকতার জন্য বিচিত্রা এ্যাওয়ার্ড, ২০১৬ বাংলা একাডেমীর সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার এবং ইংল্যান্ড থেকে ২০০৯ বাংলাদেশী হুজ হু, ২০০১ সিভিক, ২০১৪ ক্যানারী ওয়ার্ফ গ্রুপ কমিউনিটি এওয়ার্ড এবং ২০১৯ গ্রিসের এথেন্স এর এ্যা পোয়েটস আগোরা থেকে আবাসিক কবির সম্মাননা লাভ করেছেন।

No products were found matching your selection.