শাহাব আহমেদ

শাহাব আহমেদ একজন লেখক ও চিকিৎসক। জন্ম ১৯৬২ সালে, বিক্রমপুরের ঝাউটিয়া গ্রামে। নারায়ণগন্জ হাই স্কুল এবং ঢাকা কলেজ শেষ করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যে ১৯৮২ সালে সোভিয়েত ইউনিয়ন গমন করেন। তৎকালীন লেনিনগ্রাদ শহরে অনার্সসহ মেডিক্যাল ডিগ্রি অর্জন করেন ১৯৮৯ সালে। খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির প্রক্রিয়া যা তার মনোজগতে বিশাল আলোড়নের সৃষ্টি করে। ১৯৯৬ সাল থেকে কানাডার মন্ট্রিয়েল শহরে অভিবাসি হিসাবে ৪ বছর বসবাস করার পর ২০০০ সাল থেকে আমেরিকায় শিশু চিকিৎসক হিসাবে কর্মরত আছেন। প্রকাশিত বই: ‘অদৃশ্য মূষিক এক’, ‘লেনিনগ্রাদের চিঠি’, ‘কলেজ জীবনের দিনলিপি’, ‘দশজন দিগম্বর একজন সাধক’। ২০১৯ সালের বইমেলায় প্রকাশিতব্য গল্পগুচ্ছ ‘হিজল ও দ্রৌপদী মন’, বেলস লেটারস সংগ্রহ ‘তিথোনসের তানপুরা’, এবং ইতিহাসের স্বপ্নমৃত্যু নিয়ে বিশাল ল্যান্ডস্কেপে লেখা ব্যতিক্রমী ভ্রমণোপন্যাস ‘লেনিনগ্রাদ থেকে ককেশিয়া’।

Sort By