সালমা বাণী

কানাডা প্রবাসী সালমা বাণীর জন্ম ঢাকায়, ১৬ ডিসেম্বর ১৯৬২ সালে, ৩২ সেন্ট্রাল রােডে। শিক্ষা জীবনের শুরু ধানমন্ডি প্রাথমিক বিদ্যালয়ে। কৈশরের দিনগুলাে কেটেছে মেহেরুন্নিছা গার্লস স্কুলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মম হত্যাকান্ডের পর নিষিদ্ধ রাজনীতির ঘন-অন্ধকার সময়ে সালমা বাণী ইডেন কলেজে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে নির্ভিক নেতৃত্বদান করেন। ১৯৯২ সালে কানাডা যান উচ্চ শিক্ষা গ্রহনের জন্য। ইউনিভার্সিটি অফ টরন্টোতে অধ্যায়ন করেছেন ‘ক্রিয়েটিভ রাইটিংস’ বিষয়ের ওপর। লেখালেখির শুরু প্রবাসীদের জীবনালেখ্য ‘নিন্দিত উত্তরণ’ (২০০০) উপন্যাস দিয়ে। সালমা বাণীর বাংলা উপন্যাসের নতুন সংযােজন বস্তি জীবনের মহাকব্যিক আখ্যান ভাঙ্গারি’ প্রকাশিত হয় ২০০৪ সালে। গােলাপী মঞ্জিল উপন্যাস (২০১২) প্রকাশের হবার পর পরই চ্যানেল আই ধারাবাহিক সিরিজ নাটক রূপে প্রচার করে। সালমা বাণীর উল্লেখযােগ্য উপন্যাসের মধ্যে রয়েছে পরিসরের মাপজোখ (২০১৩), ইমিগ্রেশন (২০১৪), যুবক হয়ে ওঠার সময় (২০১৭) ও জলের ওপর টিপ সই (২০১৭)। গল্পগ্রন্থ ‘বােবা সময় ও নীল উপাখ্যান’-বাংলা সাহিত্যে তাকে করে তােলে বিপুল জনপ্রিয়। লেখক জীবনের শুরুতেই ২০০১ সালে তিনি কাগজ প্রকাশন থেকে কাগজ তরুণ কথা সাহিত্যিক পুরুস্কার লাভ করেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে সালমা বাণী লাভ করেন জেমকন সাহিত্য পুরস্কার।

No products were found matching your selection.