সেজান মাহমুদ
প্রকাশিত গ্রন্থ: অগ্নিবালক (উপন্যাস), হারাম ও অন্যান্য গল্প (গল্পগ্রন্থ), হার্ভার্ডের স্মৃতি ও অন্য এক আমেরিকা (স্মৃতিকথা), পথ হারানোর পথ (কলামসমগ্র-১); মুক্তিযুদ্ধের কিশোর রচনাসমগ্র-১, বিজ্ঞান নির্ভর অ্যাডভেঞ্চার সমগ্র-১, প্রোজেক্ট ভূতং আধুনিকং (গল্পগ্রন্থ), হাবিজাবি (ছড়া), তুষারমানব, দ্বীপ পাহাড়ে আতঙ্ক, বিশ্বের শ্রেষ্ঠ দশ অভিযাত্রী, কিশোর রহস্য গল্প, পালটে শুধু লেবাস, ও ছড়ায় ছড়ায় সায়েন্স ফিকশন। পুরস্কার: বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক প্রদত্ত অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার (১৯৮৮)। আমেরিকান এসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ ফ্যাকাল্টি স্কলার এওয়ার্ড (২০০৮, ২০১০), আমেরিকান পাবলিক হেলথ এসোসিয়েশন ‘আরলি ক্যারিয়ার এওয়ার্ড (২০০৬), আওয়ার প্রাইড এওয়ার্ড (২০০৫), অ্যালাবামা পাওয়ার ফাউন্ডেশন আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট এওয়ার্ড (২০০০), ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন ফেলোশিপ এওয়ার্ড (১৯৯৬)। বর্তমানে আমেরিকার ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা কলেজ অব মেডিসিনে সহকারী ডিন এবং মেডিক্যাল এডুকেশনের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্ত্রী চিকিৎসক ও অভিনয়শিল্পী তৃষ্ণা মাহমুদ, পুত্রদ্বয়- তিশিয়ান মাহমুদ এবং রেনোয়া মাহমুদকে নিয়ে বাস করছেন আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে।
No products were found matching your selection.