আলম সিদ্দিকী

নামকাব্যের প্রবর্তক আলম সিদ্দিকী। সাঘাটা, গাইবান্ধায় জন্ম ১৯৮১ সালে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টর্স করেছেন রাষ্ট্রবিজ্ঞানে। পিতা মরহুম মােবারক আলী, মাতা লতিফা বেগম। মেয়ে নূজহা সিদ্দিকী ও সহধর্মিনী সানজিদা ইসলাম। স্থায়ীভাবে বসবাস নিউ ইয়র্ক, আমেরিকায়। লেখালেখি করেন হাইস্কুল থেকেই। ছড়ায় স্বাছন্দ্যবােধ। নতুনত্বে বিশ্বাসী। বাংলা ছড়াসাহিত্যে প্রবর্তন করেছেন নতুনধারার ছড়া নামকাব্য। ইতিমধ্যেই নামকাব্য সিরিজে নামকাব্য ১ ও নামকাব্য ২ নামক গ্রন্থে প্রায় তিনশ নামকাব্য সূচিবদ্ধ হয়েছে। কথাপ্রধান প্রায় নামকাব্য। রূপক অর্থেও ছন্দিত হয়েছে বেশকিছু নামকাব্য। স্বকিয়তাপূর্ণ নামকাব্য ব্যাপক পাঠকপ্রিয় ও বাংলা ছড়াসাহিত্যে নতুন সংযােজন। বর্ণাঢ্য না হলেও বৈচিত্র্যপূর্ণ আলম সিদ্দিকীর জীবন। সিনেমা-নাটকের গল্পও যেখানে হার মানতে বাধ্য। জীবনকে দেখেছেন খুব কাছ থেকে। সময় থেমে থাকে না। থাকেনি আলমেরও। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এসেছে সফলতা। রহস্যছড়া আলম সিদ্দিকীর নবম ছড়াগ্রন্থ। অন্যান্য ছড়াগ্রন্থগুলাে হলাে; ছড়াকাব্য, আঁধারে জোনাকী, নামকাব্য-১, নামকাব্য-২, ঘুমভাঙানি ছড়া, অণুছড়া, জীবন নদীর ছড়া, লিমেরিক ইত্যাদি। ছাত্রজীবনে সম্পাদনা করেছেন সােচ্চার, মুক্তধারা, নকশী নামে তিনটি ম্যাগাজিন। অবসরে বই পড়েন। পছন্দ বিশ্বসাহিত্যচর্চা। যে নদীর ঢেউয়ে চুরমার জীবন, সেই নদীই তার প্রিয়। স্বপ্ন দেখেন পরিপূর্ণ মানুষ হবার।

Sort By