কিশোর পাশা ইমন
প্রকাশিত মৌলিক উপন্যাসের তালিকায় রয়েছে ‘মিথস্ক্রিয়া’, ‘মৃগতৃষা’, ‘ ছারপোকা’, ‘যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুরদল’, ‘যে রাতে কাক ডেকেছিল’, ‘মায়াবনবিহারিণী হরিণী’, ‘জাদুঘর পাতা আছে এই এখানে’ প্রভৃতি। কিশোর পাশা ইমনের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে নাটক। চিত্রনাট্য রচনায়ও হাতেখড়ি হয়েছে। এর পাশাপাশি ‘দ্য গার্ল অন দি ট্রেন’, ‘হিট ওয়েভ’, ‘অরফান এক্স’ এবং ‘ফলেন’সহ বেশ কিছু বিশ্বমানের উপন্যাস অনুবাদ করেছেন তিনি।
No products were found matching your selection.