জুয়েল আহসান কামরুল

জাপান প্রবাসীদের অতিপরিচিত এবং প্রিয়মুখ জুয়েল আহসান কামরুল। ২০১১ সালে প্রথম গ্রন্থ ‘আমার সন্তানকে কোলে নিয়ে (কবিতা সমগ্র)। ২০১৩ সালে দ্বিতীয় গ্রন্থ ‘ইম্পসিবল ইজ নাথিং (গল্প সমগ্র)’ এবং ২০১৪ সালে তৃতীয় গ্রন্থ এবং প্রথম উপন্যাস ‘এঞ্জেলার সান্নিধ্যে। তার সবগুলো গ্রন্থই জাগৃতি প্রকাশনী সংস্থা থেকে বের হয়। ইতোমধ্যে প্রকাশিত গ্রন্থগুলোর সব কয়টাই পাঠকপ্রিয়তা পেয়েছে। ইউকে ফ্রেন্ডস ক্লাব জাপান, অ্যাওয়ার্ড বাংলাদেশ লেখক-সাংবাদিক ফোরাম, অ্যাওয়ার্ড টোকিও বৈশাখী মেলা ও কারি ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন তিনি। প্রবাসের দিনগুলোতে তিনি নিয়মিত কবিতা আবৃত্তি, উপস্থাপনা ও নানা ধরনের অনুষ্ঠান পরিচালনায় থাকেন।

No products were found matching your selection.