শিশিরকন্যা জয়িতা (রোমিনা লোদী)
এছাড়াও নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকায় তার কলাম ছাপে। সম্প্রতি তিনি ঠিকানা সাহিত্য সম্মাননা পদক-২০২২ এ ভূষিত হন। বিভিন্ন অনলাইন ম্যাগাজিন ও পত্রিকায়ও তার বিচরণ বস্তুনিষ্ঠ লেখা নিয়ে। চমৎকার লেখনী, সাবলীল ভাষা ও ভিন্নধর্মী লেখার স্টাইলের জন্য প্রায়ই পাঠকমহলে প্রশংসা কুড়ান। ২০২২ এর একুশে বইমেলায় তার প্রথম প্রকাশিত বই, ‘দূর পরবাসে’। দূর পরবাসে বইটি সাজানো হয়েছিল লেখকের ব্লগ থেকে নেয়া দীর্ঘ প্রবাস জীবনের আনন্দ বেদনার গল্প দিয়ে। একটু কথা ছিল, লেখকের দ্বিতীয় বই যাতে সংকলিত হয়েছে ভিন্নধর্মী ঘরানার বিচিত্র সব আত্মকথন। এর কথাগুলো এতটাই বাস্তবসম্মত ও কালনির্ভর যে পাঠকের মনে হবে এ যেন তাদেরই মনের কথা।
No products were found matching your selection.