সামছুদ্দীন মাহমুদ
বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইটি বিশেষজ্ঞ হিসাবে ফেডারেল গভর্মেন্টের প্রজেক্টে কর্মরত। সাথে সাথে তিনি যুক্তরাষ্ট্রে আইটিতে কর্মরত বাংলাদেশীদের সংগঠন ‘বাংলাদেশী এমেরিকান আইটি প্রফেশনালস্ অর্গানাইজেইশেন’ (বাইটপো)-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি মূলধারার রাজনীতি ও কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। নিউজার্সীর এগ হারবার টাউনশীপের প্ল্যানিং বোর্ডের সদস্য হিসাবে কাজ করেছেন। তিনি সাপ্তাহিক ঠিকানাসহ বিভিন্ন পত্রিকায় একজন নিয়মিত কলাম লেখক। তার প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ‘জবা নামের মেয়েটি’। এছাড়াও ‘অমরত্ব ও অজর যৌবন’ নামে আরেকটি প্রবন্ধ গ্রন্থ শীঘ্রই প্রকাশিত হবে।
No products were found matching your selection.