সুফিয়ান আহমদ চৌধুরী
এই বইগুলো প্রকাশ পেয়েছে তাঁর নিজস্ব প্রকাশনী দর্পণ প্রকাশ থেকে। পরিবেশক হিসেবে রয়েছে সপ্তডিঙা প্রকাশন, প্রতিভা প্রকাশ, কিশোর লেখা ও পাপড়ি সহ অন্যান্য। কবিতার বই ‘যত দূরে যাই’ নাগরী প্রকাশ, ছড়ার বই ‘ইলিক ঝিলিক রোদের হাসি’ পাপড়ি প্রকাশ ও ছড়ার বই ‘কাকতাড়–য়ার ভয়’ সপ্তডিঙা। সুফিয়ান আহমদ চৌধুরী ছোট বেলা থেকেই লেখালেখির সাথে সক্রিয় ভাবে জড়িত। দেশ-প্রবাসের পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করে আসছেন।
No products were found matching your selection.