স্বপন বিশ্বাস

পরিবারের নথি অনুযায়ী জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৬৪, কুষ্টিয়া জেলার গড়াই নদীর তীরে। বেড়ে উঠেছেন লোকজ কিচ্ছা কাহিনি, পালা-পার্বণের গান আর গ্রামীণ খেলাধুলার ভেতরে। মুক্তিযুদ্ধ আর শরণার্থী জীবনের স্মৃতি তার শৈশবকে যেমন ভারাক্রান্ত করেছেড় তেমনি করেছে সমৃদ্ধ। বিদ্যালয় জীবনেই লেখালিখির শুরু প্রথম লেখা ছাপা হয় শিশু একাডেমির পত্রিকা ‘শিশু’তে ১৯৮১ সালে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। বিশ্ববিদ্যালয় জীবনের পুরোটাই কেটেছে সামরিক শাসনের অধীনে। ছিলেন সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী। যুক্ত ছিলেন কবিতা পরিষদ আর ফিল্ম সোসাইটির সাথে তার ছড়া পত্রিকা ‘ককটেল’ স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাকে এনে দেয় এক আলাদা পরিচিতি। গল্প কবিতা আর প্রবন্ধ লিখেছেন বিভিন্ন পত্রপত্রিকাসহ জাতীয় দৈনিকের সাহিত্য পাতায়। ১৯৯৪ সালের পর লেখালিখিতে বিরতি। বর্তমানে পেশাগত জীবনে যুক্তরাষ্ট্র সরকারের কাস্টমস ডিপার্টমেন্টের কৃষি বিশেষজ্ঞ। বসবাস নিউইয়র্ক শহরে। দীর্ঘ বিরতির পর লেখালিখিতে ফিরে এসেছেন ২০১৯ এর শেষপ্রান্তে। লিখছেন দেশ বিদেশ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা, জাতীয় দৈনিকের সাহিত্য পাতায়। পেন্সিল পাবলিকেশনস প্রতিভা অন্বেষণ। প্রতিযোগিতা-২০২২’র সেরা পাণ্ডুলিপি হিসেবে প্রকাশিত হয় তার প্রথম গল্পগ্রন্থ, ‘এক জোড়া কৃষ্ণচূড়া গাছ’। মানুষের বিচিত্র আচরণ পর্যবেক্ষণ করা তার উপভোগ্য বিষয়।

No products were found matching your selection.