হুমায়ূন কবির

লেখক হুমায়ূন কবির আমেরিকা প্রবাসী। পেশায় বিশেষজ্ঞ চিকিৎসক। স্ত্রী আর তিন পুত্রসহ বসবাস করেন আমেরিকার দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেনেসীতে। ছাত্রাবস্থায় লেখালেখির শুরু। এর পরে দীর্ঘকাল বিরতি। তিরিশ বছর পর সম্প্রতি আবার ফিরে এসেছেন সাহিত্যে। গল্প, কবিতা, উপন্যাস ও প্রবন্ধে সমান কলম। প্রকাশিত বইয়ের সংখ্যা সাত। এছাড়াও ‘ঘুংঘুর’ নামে একটা সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন।

No products were found matching your selection.