রাকীব হাসান

‘আবর্ত’ নামের ছোটি কাগজ সম্পাদনার মধ্য দিয়ে করেন চিত্রশিল্পী ও কবি রাকীব হাসান। বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক এবং লিটল ম্যাগাজিনে লিখেছেন কবিতা, গল্প এবং বিভিন্ন বিষয়ে সমালোচনা সহিতা। সংবাদিকতার সাথে যুক্ত ছিলেন স্যাপ্তাহিক মূলগারাসহ আরও কিছু কাগজে। অধিকার চিত্রকায় মাতৃকৃষ্ট হয়ে ১৯৯১ সালে কেনিয়ায় পাড়ি জমান এই শিল্পী। ফাইন আর্টস এ পড়া শেষ করে একদশক সেখানে নিজেকে প্রকাশ সুইজারল্যান্ড, ভারত, কেনিয়া, কানাডা, আমেরিকা, মেরিকো এবং মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পঁচিশটি একক এবং অসংখ্য যৌথ প্রদর্শনী করেছেন। তার চিত্রকর্মের ছড়িয়ে আয়ে পৃথিবীর বিভিন্ন বাড়ে। ২০০০ সালে ক্যানাডার মন্ট্রিয়লে এসে আবার গড়ে তোলেন নিজস্ব চিত্রশালা-গ্যালারী। গত তেইশ বছর ধরে সেখানেই অবস্থান করছেন। ছবি আঁকার পাশাপাশি কবিতা এবং চিত্রকলা বিষয়ে লেখেন।

Sort By