কাজী জহিরুল ইসলাম

আশির দশকের কবি। ভ্রমণ, গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখলেও মূলত তিনি কবি। প্রকাশিত গ্রন্থ ৬৫টি। এর মধ্যে ২১টি কাব্যগ্রন্থ। তিনি কবিতা থেকে ক্রিয়াপদ তুলে দিয়ে লিখেছেন নতুন ধরনের কবিতা। প্রথমে কোলকাতা থেকে, পরে ঢাকা থেকে বেরিয়েছে ক্রিয়াপদহীন কবিতার বই ‘ক্রিয়াপদহীন কবিতা’। গ্রন্থটি ওড়িয়া ভাষায় অনূদিত হয়ে ভূবনেশ্বর থেকে বেরিয়েছে। অনুবাদ করেছেন ওড়িয়া কবি পজিত পাত্র। জহিরুলের ইংরেজি কবিতার বই, ‘পোয়েমস অব কাজী জহিরুল ইসলাম – পাওয়ার অব ওয়ার্ডস’ নিউ ইয়র্কের সিটি বিশ্ববিদ্যালের টেক্সটবুকে অন্তর্ভূক্ত হয়েছে ২০১৮ সালে। তিনি ১৯৬৮ সালের ১০ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহন করেন। বর্তমানে জাতিসংঘের আয়কর বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

Sort By