সাইফুল্লাহ মাহমুদ দুলাল

“প্রতিদিন কাটে তাঁর সৃষ্টির নকশিকাঁথায়’- তিনি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। তিনি বাংলাদেশি কবি ও সাংবাদিক হিসেবেই বেশী পরিচিত। বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। সাইফুল্লাহ মাহমুদ দুলাল ৩০ মে ১৯৫৮ সালে শেরপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ শহীদুল্লাহ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মাতা সারা শহীদুল্লাহ। সাইফুল্লাহ মাহমুদ দুলাল ছাত্রাজীবনে দৈনিক ইত্তেফাকের মফস্বল সংবাদদাতা ছিলেন। পরে দেশের বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন। ১৯৮০-তে সরকারি চাকুরিতে যোগদান। ১৯৯৬ সালে বাধ্যতামূলক অবসর। অতঃপর পুরোদস্তুর লেখালেখিতে মনোনিবেশ। বর্তমানে তিনি দৈনিক ইত্তেফাকের কানাডার বিশেষ প্রতিনিধি এবং সাপ্তাহিক বাংলা মেইলের উপদেষ্টা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। সত্তরের দশকে দৈনিক ও সাপ্তাহিকপত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জীবনের সূত্রপাত। প্রবাসী বাঙালিদের জন্য নিউজ এজেন্সি ‘স্বরব্যঞ্জন’-এর কর্ণধার। প্রবাস থেকে প্রকাশিত বেশ কিছু উল্লেখযোগ্য পত্রিকার সাথে সংযুক্ত। জড়িত আছেন বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সঙ্গে। সাইফুল্লাহ মাহমুদ দুলাল অপি মাহমুদকে বিয়ে করেন। এই দম্পতীর দুই কন্যা সন্তান অনাদি নিমগ্ন ও অর্জিতা। বর্তমানে তিনি সপরিবারে কানাডায় বসবাস করছেন ।

Sort By