হাসান ফেরদৌস

১৯৮৯ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা, ২০১৪ পর্যন্ত কাজ করেছেন জাতিসংঘের সদর দপ্তরে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ইউক্রেনের কিয়েভ বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকায় সাংবাদিকতা করেছেন দৈনিক সংবাদ, ঢাকা কুরিয়ার ও সচিত্র সন্ধানীতে। কলাম লিখেছেন বাংলাদেশ টাইমস, বাংলাদেশ টুডে, সানডে স্টার, ভােরের কাগজ ও প্রথম আলােয় । নিউইয়র্ক থেকে প্রকাশিত অধুনালুপ্ত ইংরেজি মাসিক ভয়েস অব বাংলাদেশ সম্পাদনা করেছেন কয়েক বছর। প্রথম প্রকাশিত গ্রন্থ নান্দনিক নৈতিকতা ও অন্যান্য প্রসঙ্গ (সমবায়, ১৯৮৪)। তার মধ্যে উল্লেখযোগ্য : বন্ধুর মুখ, শত্রুর ছায়া (প্রথমা, ২০১১), মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা (প্রথমা, ২০১৩), একাত্তর, যেখান থেকে শুরু (সময়, ২০১৬), যুদ্ধের আড়ালে যুদ্ধ (ইত্যাদি, ২০১৯), রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও দুই হ্যারিয়েট (প্রথমা, ২০১৫), দৃশ্যকাব্য (সন্দেশ, ২০১০), নৈতিকতা ও সাহিত্য (বাংলা একাডেমি, ২০১৮), নাগরিক সময় ও প্রাসঙ্গিক চিন্তা (সাহিত্য প্রকাশ, ১৯৯৭), বৃষ্টিকে নিয়ে রূপকথা (প্যাপিরাস, ২০০৫), পিকাসোর তিন রমণী (বেঙ্গল পাবলিকেশন্স, ২০১৩), নিউইয়র্কের খেরোখাতা (অনন্যা, ২০১৭)।

Sort By