সুফিয়ান আহমদ চৌধুরী

যুক্তরাষ্ট্র প্রবাসী সুফিয়ান আহমদ চৌধুরীর। সুফিয়ান আহমদ চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গ। সিলেট শহরের ধোপাদিঘীর পূর্ব পাড়ে রয়েছে বাসা। এই বাসায় কেটেছে তাঁর স্বর্ণালি সময়। বর্তমানে তিনি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বসবাস করছেন। ২০২৪-এর একুশের বইমেলায় বের হয়েছে সুফিয়ান আহমদ চৌধুরীর দুটি গল্পের বই রাজার চোখে বানের পানি (দ্বিত্বীয় সংস্করণ নতুন আঙ্গিকে) ও নতুন গল্পের বই স্বপ্নের ফেরিওয়ালা। এ ছাড়াও ২০২৩ সালে একুশের বইমেলায় ছড়ার বই ধাপুস ধুপুস, কবিতার বই আলোর পতাকা হাতে ও স্মৃতিচারণ মূলক বই স্বর্ণালি দিনের ডায়েরি বের হয়।

এই বইগুলো প্রকাশ পেয়েছে তাঁর নিজস্ব প্রকাশনী দর্পণ প্রকাশ থেকে। পরিবেশক হিসেবে রয়েছে সপ্তডিঙা প্রকাশন, প্রতিভা প্রকাশ, কিশোর লেখা ও পাপড়ি সহ অন্যান্য। কবিতার বই ‘যত দূরে যাই’ নাগরী প্রকাশ, ছড়ার বই ‘ইলিক ঝিলিক রোদের হাসি’ পাপড়ি প্রকাশ ও ছড়ার বই ‘কাকতাড়–য়ার ভয়’ সপ্তডিঙা। সুফিয়ান আহমদ চৌধুরী ছোট বেলা থেকেই লেখালেখির সাথে সক্রিয় ভাবে জড়িত। দেশ-প্রবাসের পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করে আসছেন।

Sort By