আকবর হায়দার কিরণ

আকবর হায়দার কিরণের জন্মদিন ৫ জুলাই।শৈশব থেকেই অজানাকে জানার প্রতি এবং বিভিন্ন সামাজিক ও গণযোগাযোগ মাধ্যম সম্পর্কে জানার প্রতি আকবর হায়দার কিরনের অদম্য আগ্রহ ছিল। জাতীয় এবং বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিমান বেতার সম্প্রচার, দেশি-বিদেশি বই, ম্যাগাজিন ও সংবাদপত্র পাঠ ও পর্যালোচনা তার কাছে ছিলো বহির্বিশ্ব সম্পর্কে আগ্রহ নিবৃত্তির উপায়। সম্ভবত এগুলোই পরিণত বয়সে আকবর হায়দার কিরনের সাফল্যের সাথে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করার পথ সুগম করেছে। আকবর হায়দার কিরনের সাংবাদিকতা এবং লেখালেখি জীবনের শুরু কলেজে পড়ার সময় বার্ষিক ম্যাগাজিনে কবিতা দিয়ে। প্রথম কভার স্টোরি সচিত্র স্বদেশ এ ঢাকায় কর্মরত বিদেশি মিডিয়ার দেশি ও বিদেশি সাংবাদিকদের নিয়ে। ইংরেজি দৈনিক ডেইলি নিউজের সহ-সম্পাদক হিসেবে প্রত্যক্ষ সাংবাদিকতা জীবনের শুরু। সাপ্তাহিক বিচিত্রার কুটনৈতিক সংবাদদাতা ছিলেন বহু বছর। নব্বই দশকের শুরুতে ঢাকায় বিবিসি-র একজন স্ট্রিংগার হিসেবেও কাজ করেছেন। আমেরিকা থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক বাঙালী, ভয়েস অব বাংলাদেশ লস এনঞ্জেলস, ইত্যাদির বাংলাদেশ প্রতিনিধি ছিলেন। তারপর ৯৪ সালে নিউ ইয়র্কে স্থায়ী হওয়ার পর যথাক্রমে অধুনালুপ্ত সাপ্তাহিক বিচিত্রা ও সাপ্তাহিক ২০০০ এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি ছিলেন। একই সাথে তিনি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বিদেশ বাংলার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভয়েস অব আমেরিকার নিউ ইয়র্ক প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত বিনোদন বিচিত্রার যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। আকবর হায়দার কিরন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের অন্যতম ভাইস প্রেসিডেন্ট। বাংলাদেশে অবস্থানকালে তিনি সাংবাদিক হিসেবে চীন, সোভিয়েত ইউনিয়নসহ বিভিন্ন দেশ সফর করেন আমন্ত্রিত হয়ে। বাংলাদেশে ডি-এক্সিং-এর পথিকৃৎ হিসেবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক বেতার সম্প্রচার পর্যালোচকের দায়িত্বও পালন করেন এবং বাংলাদেশ বেতারের বাংলা ও ইংরেজি সার্ভিস থেকে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করতেন।

Sort By