আনিসুজ জামান

গল্পকার, অনুবাদক, সাহিত্যসংগঠক ও সংগীতশিল্পী। তাঁর জন্ম ১৯৬২ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সৈয়দনগর গ্রামে। ১৯৮৫ সাল থেকে প্রবাসজীবনে আছেন। চাকরিসূত্রে প্রথমে জাপানে, পরে মেক্সিকোতে যান। পরে সেখানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে স্ত্রী সন্তানসহ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি কলোম্বিয়ার নোবেলজয়ী লেখক গাবরিয়েল গারসিয়া মার্কেসের ‘নিঃসঙ্গতার একশ বছর’ উপন্যাসটি স্প্যানিশ ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন। তাঁর অনুবাদে কলোম্বিয়ার সমকালীন ছোটগল্পের সংকলন ‘গাবোর দেশে গাবোর পরে’ প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি নিয়মিত ছোটগল্প লিখছেন। সংগীত নিয়ে কাজ করছেন।

Sort By