এহসান ইমদাদ

এহসান ইমদাদ এর জন্ম বাংলাদেশে তিনি যুক্তরাষ্ট্র থেকে বিবিএ, এমবিএ এবং পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে আমেরিকার একটি ১৩৫ বছরের পুরোনো কোম্পানির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান হিসেবে ঢাকায় থাকেন। কর্পোরেট আমেরিকার একজন সফল ব্যক্তি হিসেবে এহসান ইমদাদ আমেরিকার জাতীয় ও আন্তর্জাতিক অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন ও তাঁর লেখা বই ‘দি আর্ট অব মার্কেটিং কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট কালচার’ পৃথিবীর অনেক দেশে এমবিএ প্রোগ্রামে রেফারেন্স বই হিসেবে পোড়ানো হয়। এ ছাড়াও এহসান ইমদাদের লেখা ‘গেটিং আউট অব কলোনিয়াল পলিসিস এন্ড বিব্রান্ডিং বাংলাদেশ’ বইটি বাংলাদেশে সমাদৃত ও পেশাগত জীবনের বাইরে তিনি নিয়মিত আমেরিকা ও বাংলাদেশে টেলিভিশনের টকশো হোস্ট এবং উন্নয়ন গবেষক হিসেবে গেস্ট-এর ভূমিকায় ছিলেন। তিনি ছবি আঁকেন (অয়েল পেইন্ট), প্রাবন্ধিক। বাংলা ও ইংরেজিতে কবিতা লেখেন। তাঁর পাঁচটি কাব্য গ্রন্থ আছে।
এহসান ইমদাদ টেনিস, স্কোয়াশ, টেবিল টেনিস ও পুল খেলেন ও স্কুল জীবনে ক্রিকেটার হিসেবেও সামান্য খ্যাতি অর্জন করেন ও নদীতে বোট চালানো তাঁর হবি।
ব্যক্তিজীবনে এহসান ইমদাদ ৫০ থেকে ৭০ দশকের প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর অধ্যক্ষ ইমদাদুল হক মজুমদার ও শিক্ষাবিদ দুররে শাওয়ার-এর প্রথম সন্তান ও লোরি ওয়ালশ ইমদাদের স্বামী এবং তাদের একটি মেয়ে এবং একটি ছেলে আছে।

Sort By