দিলারা হাফিজ

কবি দিলারা হাফিজ ২০ নভেম্বর মানিকগঞ্জ জেলার গড়পাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা- বখশী হাফিজ উদ্দিন আহমেদ, মাতা- রহিমা হাফিজ। তিনি ঢাকা। বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি.এ (অনার্স) ও এম.এ করেছেন যথাক্রমে ১৯৭৮ ও ১৯৭৯ সালে। ১৯৮০ সালে ডিপ-ইন-এড-এ তিনি প্রথম শ্রেণি পান। ১৯৯৮ সালে তিনি পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.সি.এস. (শিক্ষা) ক্যাডারের অধীনে ১৯৮১ সালে টাঙ্গাইল সরকারি। কুমুদিনী কলেজে প্রভাষক হিসেবে তার চাকরি জীবনের শুরু । তিনি ইডেন মহিলা কলেজে চব্বিশ বছর, জগনাথ বিশ্ববিদ্যালয়ে এক বছর, সরকারি তিতুমীর কলেজে তিন বছর অধ্যাপনা করেছেন। তারপর, সরকারি মিরপুর বাঙলা কলেজে এক বছর, তিতুমীর কলেজে চার বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে। সর্বশেষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড ঢাকা-এর চেয়ারম্যান হিসেবে কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। মার্কিন কবি ক্যারােলাইন রাইট ও ভারতীয় বহু ভাষাবিদ। পন্ডিত শ্যাম সিং শশী নারী অধিকার সম্পর্কিত তার অনেক কবিতার অনুবাদ করেছেন। ১৯৮৩ সালে তিনি কবিতার জন্য “লা ফর্তিনা, সম্মাননা লাভ। তিনি জাতীয় কবিতা পরিষদের কার্যনির্বাহী পরিষদের সদস্য। ইউনেস্কোর অনুদানে পরিচালিত বিটিভি’র বহুল প্রচারিত ও জননন্দিত গণশিক্ষামূলক অনুষ্ঠান ‘সবার জন্যে। শিক্ষা গ্রন্থনা ও উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি কবি রফিক আজাদ-এর সহধর্মিনী। দুই পুত্র সন্তান- অভিন্ন আজাদ ও অব্যয় আজাদের জননী।

Sort By

  • কবিতাসমগ্র (হার্ডকভার) – দিলারা হাফিজ

    ৳ 700.00
    Buy product

    কবিতাসমগ্র (হার্ডকভার) – দিলারা হাফিজ

    কাব্যযাত্রার শুরু থেকে আপাত শেষের আটটি কাব্যগ্রন্থ ধারাবাহিকভাবে অর্ন্তভূক্ত হলো। এরপরে সংকলিত তিনটি কাব্যগ্রন্থ যথাক্রমে প্রেমের কবিতা ‘নির্বাচিত কবিতা এবং নারী ‘সংহিতা’ সংযুক্ত থাকলো। ইতোমধ্যে বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুসরণ করে কিছু বানানের ক্ষেত্রে চন্দ্রবিন্দু উঠিয়ে দেয়া হয়েছে। যেমন দাড়ানো দৌড়ানোতে এখন আর চন্দ্রবিন্দু ব্যবহারের প্রচলন নেই। আমিও এ ক্ষেত্রে তা অনুসরণ করেছি। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে পুরোনো বানানে রয়ে গেছি। যেমন ঈদ বানানে কিছুতেই আমি হ্রস্ব-ই ব্যবহারের সায় পাইনি মন থেকে কাজেই আমার ‘ঈদ’ বানানে দীর্ঘ- ঈ কার আছে। পরিশেষে স্বীকার করতে দ্বিধা নেই যে, সর্বত্র বানানের সমতা তবুও রক্ষা করা যায়নি। প্রিয় পাঠকবৃন্দ, নিজগুনে পড়ে নেবেন। এই প্রসঙ্গে ধন্যবাদ জানাতে চাই- অনন্যা প্রকাশনীর মনিরুল হক ভাইকে তার সার্বিক সহযোগিতা ও অর্ন্তময়তা না পেলে এই দুরূহ কাজটি আমার পক্ষে সম্পন্ন করা সম্ভব হতো না। কবিতা সমগ্র দ্বিতীয় সংস্করণের প্রচ্ছদ এঁকেছেন বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ ইকবাল তাকে অশেষ কৃতজ্ঞাতা ও ভালোবাসা জানাই।

    ৳ 700.00
  • কে প্রথম কাছে এসেছি – দিলারা হাফিজ

    ৳ 260.00
    Buy product

    কে প্রথম কাছে এসেছি – দিলারা হাফিজ

    ৳ 260.00