শামসুর রাহমান

জন্ম ১৯২৯ সালের ২৪ অক্টোবর ঢাকার মহুতটুলীতে । কবির পিতার বাড়ি নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলী গ্রামে। বাংলাদেশের সমকালের কবিদের মধ্যে তাঁকে শ্রেষ্ঠ মনে করা হয়। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদা লাভ করেছিলেন। তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি ‘মজলুম আদিব’ ছদ্মনামে কবিতা লিখতেন। তিনি সাহিত্যক্ষেত্রে অসংখ্য অবদান রেখে গিয়েছেন। অল্প সময়ের মধ্যেই তিনি দুই বাংলায় কবি হিসেবে পরিচিতি পান। তিনি কবিতা, উপন্যাস, আত্মস্মৃতি ,শিশুতোষ ,কাব্যগ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য এবং বিখ্যাত কবিতার মধ্যে স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা , বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা প্রভৃতি।

আধুনিক বাংলা সাহিত্যের কবি শামসুর রাহমান ২০০৬ সালের ১৭ আগস্ট ঢাকায় পরলোক গমন করেন। কবি চলে গেলেও তাঁর রেখে যাওয়া বিখ্যাত সাহিত্যকর্ম গুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।

Sort By